আমাদের বিয়ের বয়স 7 বছর। আমাদের দুই বছরের একটি ছেলে আছে। বিয়ের প্রথম থেকে ওর সাথে আমার মনের মিল খুবই কম।সব সময় কিটমিট লেগেই থাকে দুজনে পরিবারের অমতে বিয়ে করি আমার বাবার বাড়ি আর আমার শ্বশুরবাড়ি বিয়ে আগে থেকেই শত্রুতা পোষণ
করে।এ কারনে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে পছন্দ করেনা। মানসিকভাবে নানা রকম অত্যাচার করে। আমার স্বামীর বাব ভাইয়ের সাথে যৌথ ব্যবসা। আমার শ্বশুরবাড়ির যৌথ সংসারসংসারের খরচের যৌথভাবেই হয়। আমার স্বামী আমার ভরণপোষণ মানে ব্যক্তিগত খরচ পারতে সাধ্যে দেয় না। তাদের সংসারে আমি রান্নাবান্না করি কাজ করি তার আমাদেরকে দুবেলা খাবার দেয়। এই তাদের সাথে আমার সম্পর্ক।আমার কোন কাজ আমার স্বামী কিংবা মা শাশুড়ি কারণে পছন্দ না সব সময় তারা কথা শুনায়। বিগত ৭ বৎসর সহ্য করার পরে এখন আর পারছিনা।আমার স্বামীর কাছে ডিভোর্স চাইলে উনি বলে তুমি পারলে দাও আমি দিব না।লোকলজ্জার ভয়ে ডিভোর্সটা এড়িয়ে যাচ্ছে কিন্তু উনার আর আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই খারাপ। আমি কোনভাবেই আরবের সাথে সংসার করতে পারছিনা। কাবিননামার ব্যাপারে আমি কিছু জানি না। এক্ষেত্রে আমি কিভাবে তালাক করব
November 11, 2020 at 4:37 am
আপনি কাবিননামা নিয়ে যে কোন কাজি অফিসে গিয়েই তালাক দিতে পারেন। সেই ক্ষেত্রে ৩ মাস অপেক্ষা করতে হবে তালাক কার্যকর হবার জন্য। এছাড়া ভবিষ্যতের কোন আইনি জটিলতা এড়াতে আপনি আমাদের আইনগত সহায়তা নিতে পারেন। যোগাযোগঃ +৮৮০১৭৫৫৯৯১৪৮৮