রায় পুনর্বিবেচনা তথা রিভিউ সম্পর্কে সংবিধান

বর্তমানে দেশের আলোচনার বিষয় এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক রায়ের পুনর্বিবেচনা তথা রিভিউ আবেদন । 'নানা মুনির নানা মত' এর মতো এক এক জনে দিচ্ছেন এক এক রকম ব্যাখ্যা। চলুন আমরা সেদিকে না গিয়ে আগে জেনে নিই এ সম্পর্কে সংবিধান কী বলে :

√ সংবিধানের ১০৫ অনুচ্ছেদ,
সংসদের যে কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে এবং আপীল বিভাগ কর্তৃক প্রণীত যে কোন বিধি-সাপেক্ষে আপিল বিভাগের কোন ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত বিভাগের ওপর থাকিবে।
তবে সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোন সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য [ বা অন্য কোন ব্যক্তি, ব্যক্তি সমষ্টি বা সংগঠন] কিংবা যুদ্ধবন্দিকে আটক, ফৌজদারিতে সোপর্দ কিংবা দন্ডদান করিবার বিধান-সংবলিত কোন আইন বা আইনের বিধান এই সংবিধানের কোন বিধানের সহিত অসামঞ্জস্য
বা তাহার পরিপন্থি, এই কারণে বাতিল বা বেআইনি বলিয়া গণ্য হইবে না কিংবা কখনও বাতিল বা বেআইনি হইয়াছে বলিয়া গণ্য হইবে না।
সংবিধানের ৪৭ (ক) অনুচ্ছেদের (১) দফা মতে, যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের ৪৭ অনুচ্ছেদের (৩) দফায় বর্ণিত কোন আইন প্রযোজ্য হয়, সেই ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের ৩১ অনুচ্ছেদ, ৩৫ অনুচ্ছেদের (১) ও (৩) দফা এবং ৪৪ অনুচ্ছেদের অধীন নিশ্চয়কৃত অধিকারসমুহ প্রযোজ্য হইবে না। (২) এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের ৪৭ অনুচ্ছেদের (৩) দফায় বর্ণিত কোন আইন প্রযোজ্য হয়, এই সংবিধানের অধীন কোন প্রতিকারের জন্য সুপ্রিম
কোর্টে আবেদন করিবার কোন অধিকার সেই ব্যক্তির থাকিবে না।

(বি:দ্র: ICT Act 1973 বিধানের কোথাও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক রায়ের পুনর্বিবেচনা তথা রিভিউর কথা উল্লেখ নাই।)
সংকলনে: এম.আর.ওয়াজেদ চৌধুরী(রায়হান) আইন বিভাগের ছাত্র,
IIUC॥

Mega World News Facebook Twitter Myspace Friendfeed Technorati del.icio.us Digg Google Yahoo Buzz StumbleUpon Eli Pets

Comments are closed.

Contact Us

Call Us0088-01755991488, 01675623096

Chambers:
*House : 21/A, Road : 16, Sector : 4 , Uttara, Dhaka-1230, Bangladesh.

*Hasna Hena Cottage, Room : 3/B (2nd Flr.), Agorbati Goli, 37/1 Court House Street, Kotwali, Dhaka, Bangladesh.

E-mail: admin@lawthinkers.com
Web: Law Thinkers

Archives