মোবাইল ফোনের মাধ্যমে পুলিশের বিভিন্ন সেবাকে জনগনের আরও কাছে পৌছে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আনুষ্ঠানিকভাবে চালু করল ‘Dhaka Metropolitan Police’ নামে একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন। বর্তমানে এন্ড্রয়েড প্লাটফর্মের সকল মোবাইল ফোনে (স্যামসাং, ওয়ালটন, সিম্ফনি, এইচটিসিসহ অন্যান্য) এটি ব্যবহার করা যাবে। নতুন এই মোবাইল অ্যাপ্লিকেশনটি চালু করার মাধ্যমে ডিটিলাইজেশন ও আধুনিকরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ঢাকা মহানগর পুলিশ।এতে আপনারা নিম্নলিখিত সেবাসমূহ পাবেনঃ
১)ঢাকার সকল থানার ওসি এবং ডিউটি অফিসারের নম্বর সহ এতে রয়েছে প্রতিটি থানার ঠিকানা এবং ম্যাপ। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ঢাকার যে কোন স্থান থেকে আপনি আপনার সবচেয়ে কাছের থানাটি সহজেই খুঁজে বের করতে পারবেন; সেই সাথে গুগল ম্যাপে আপনাকে সেই থানায় যাওয়ার পথও দেখিয়ে দেবে এটি।
২) ডিএমপির ফেসবুক পেইজে সহজেই যে কোন পোস্ট বা মেসেজ দেয়ার জন্যে এতে রয়েছে একটি ‘ফেসবুক বাটন’ যা আপনাকে সরাসরি ডিএমপির সর্বশেষ তথ্য ও সেবা সম্পর্কে জানতে সাহায্য করবে। জরুরী প্রয়োজনে ডিএমপির ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ এবং এ সম্পর্কিতে অন্যান্য তথ্য জানার জন্যে এতে সংযোজন করা হয়েছে একটা ‘ব্লাড বাটন’
৩) ডিএমপির নারী-সহায়তা বিভাগের বিভিন্ন সেবা পাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন ‘নারী বাটন’টি।
৪)এছাড়াও ডিএমপি-ম্যাপ থেকে খুব সহজেই আপনি যে কোন থানার অবস্থান ছবি তুলে পাঠাতে পারবেন আপনার কোন বন্ধু বা নিকটজনকে।
৫) জরুরী প্রয়োজনে এই অ্যাপ্লিকেশনে থাকা যে কোন ফোন নম্বর আপনার কোন বন্ধুকে এসএমএস করতে পারবেন মাত্র এক ক্লিকেই। হঠাৎ রাস্তায় ঘটা কোন দুর্ঘটনায় ডিএমপির হটলাইনে জানানোর জন্যে এতে রয়েছে একটি ‘কুইক কনটাক্ট বাটন’ যা ব্যবহার করে সহজেই ঢাকা মেট্রোপলিটন পুলিশকে যে কোন তথ্য দেয়া যাবে সরাসরি ফোনে বা ইমেইলে। কোন অপরাধী সম্পর্কে পুলিশকে কোন তথ্য দেয়া বা ছবি পাঠানো কিংবা আপনার এলাকার কোন অপরাধ পুলিশকে জানাতে এখন আর কষ্ট করে থানায় আসতে হবে না, মাত্র একটি ক্লিকই যথেষ্ট।
৬) এছাড়াও এই অ্যাপ্লিকেশনটিতে ডিএমপির বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। খুবই ব্যবহার বান্ধব এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে যাবে বাংলা এবং ইংরেজি – দুই ভাষাতেই। আধুনিক এসব বৈশিষ্ট্যসম্পন্ন এই অ্যাপ্লিকেশনটি চালু করার মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাগরিক সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। জনগনের হাতে সেবা পৌছে দিতে বাংলাদেশের কোন সরকারি সেবায় মোবাইল ফোন এপ্লিকেশনের ব্যবহারে এটিই প্রথম দৃষ্টান্ত।
যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে নিচের ঠিকানা থেকে এটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিংক: http://goo.gl/UkdJoZ
অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে ফেসবুকের এই পেইজ থেকে এবং আগ্রহীরা এখানে সরাসরি নির্মাতাদের সাথে কথা বলার এবং বিভিন্ন মতামত শেয়ার করারও সুযোগ পাবেন:
https://www.facebook.com/mobileappofdmp
এই এ্যাপ সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল পাবেন নীচের ইউটিউব লিঙ্কেঃ
http://www.youtube.com/watch?v=a7M_SYlfgxA
আমরা আশা করব এই এ্যাপ্লিকেশনটিও থেকে আপনারা পুলিশি সেবা সহজেই নিজের হাতের মুঠোয় পেয়ে যাবেন। ২০০ বছরের জরাজীর্ণ ঔপনিবেশিক মনোবৃত্তি পরিহার করে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পুলিশের এই পদক্ষেপকে আমি যুগান্তকারী বলে মনে করি। আপনারা জনগণ এবং পুলিশ জনগণের সেবক- আমাদের প্রত্যাশা আপনাদের সেবায় এই এ্যাপটি অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবে।
লেখক : বিকাশ কুমার পাল , সাব-ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ