লেখকঃ বিকাশ কুমার পাল , সাব-ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ
DMP Panic Button নাগরিকের নিরাপত্তা সেবা শ্রেষ্ঠত্ব এবং প্রতিশ্রুতি অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গ্রামীণফোন থেকে একটি উদ্যোগ। । আপনি যদি কোন বিপদে পড়েন, তাৎক্ষনিক পুলিশী সাহায্য পেতে শুধুমাত্র এই এ্যাপ্লিকেশন ব্যবহার করে দ্রুত পুলিশী সেবা পেতে পারেন। DMP Panic Button ব্যবহার করে আপনি আপনার সমস্যা বা বিপদ সম্পর্কে আপনার ঠিকানা এবং GPS অবস্থান সহ সবচেয়ে কাছের পুলিশ স্টেশন, আপনার তিন জন পরিবারের সদস্য বা বন্ধু ও পুলিশ কন্ট্রোল এ অবগত হবে।
এ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করতে পারেন এই লিংক থেকে :
https://play.google.com/store/apps/details?id=com.businesssolutionapps.dmppanicbutton
যে ভাবে এ্যাপ্লিকেশন টি Activate করবেনঃ আপনার গ্রামীণফোন নাম্বার থেকে Panic>Space>Start লিখে 2764 এ Send করে দিতে হবে। Reply SMS এ আপনাকে PIN এবং Download Link দেয়া হবে। Link এ গিয়ে আপনি এ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে পারবেন এবং আপনার Profile তৈরী করবেন। আপনার মোবাইল স্ক্রিনে Panic Button নামে একটি Apps আসবে। আপনি যদি কোন বিপদে বা সমস্যায় পড়েন, তাহলে Panic Button এ Press করবেন, তাৎক্ষনিক পুলিশ ঐ স্থানে পৌছে যাবে।
শর্তাবলীঃ
1. আপনার ফোন টি এ্যানড্রয়েড ফোন হতে হবে।
2.গ্রামীণফোন এর সীম কার্ড থাকতে হবে এবং যে কোন ইন্টারনেট প্যাকেজ এ থাকতে হবে।
3. শুধুমাএ মহানগরীতে আপাততঃ কার্যকর হবে।
বিঃ দ্রঃ এ্যাপ্লিকেশন এখনও পুরোদমে চালূ হয়নি। পরীক্ষামূলক কার্যক্রম চলছে।