দেওয়ানী আদালতের অধিক্ষেত্র সমূহ

 

দেওয়ানী আদালতের অধিক্ষেত্র সমূহ

 

সহকারী জজ :

·         ১ম সহকারী জজ : মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাফরুল, হাজারীবাগ, পল্লবী থানা।

·         ২য় সহকারী জজ : তেজগাঁও, গুলশান, বাড্ডা, ক্যান্টনমেন্ট, উত্তরা, উত্তরখান, দক্ষিনখান থানা।

·         ৩য় সহকারী জজ : কোতয়ালী, লালবাগ, কামরাঙ্গীরচর, বংশাল, চকবাজার থানা।

·         ৪র্থ সহকারী জজ : মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, রমনা, পল্টন, রামপুরা থানা।

·         ৬ষ্ঠ সহকারী জজ : সুত্রাপুর, গেন্ডারিয়া, ডেমরা, শ্যামপুর, সবুজবাগ থানা

·         কেরাণীগঞ্জ থানা সহকারী জজ।

·         ধামরাই থানা সহকারী জজ।

·         দোহার থানা সহকারী জজ।

 

যুগ্ম জেলা জজ ১ম আদালত :

·         যুগ্ম জেলা জজ ১ম আদালত : গুলশান, সুত্রাপুর, রমনা, দোহার, বাড্ডা, খিলগাঁও, উত্তরখান, গেন্ডারিয়া।

·         যুগ্ম জেলা জজ ২য় আদালত : মিরপুর, মোহাম্মদপুর, সাভার, ধামরাই, কাফরুল, পল্লবী থানা।

·         যুগ্ম জেলা জজ ৩য় আদালত : ধানমন্ডি, কোতয়ালী, ক্যান্টনমেন্ট, বংশাল থানা।

·         যুগ্ম জেলা জজ ৪র্থ আদালত : ডেমরা, শ্যামপুর, তেজগাঁও, কেরাণীগঞ্জ।

·         যুগ্ম জেলা জজ ৫ম আদালত : মতিঝিল, সবুজবাগ, রামপুরা, লালবাগ, কামরাঙ্গীচর, হাজারীবাগ, নবাবগঞ্জ থানা।

 

সি. আর. অঞ্চল :

·         পূ্র্ব অঞ্চল : মতিঝিল, পল্টন, খিলগাঁও, সবুজবাগ, শ্যামপুর, সুত্রাপুর, গেন্ডারিয়া, ডেমরা, যাত্রাবাড়ি, কদমতলী

·         পশ্চিম অঞ্চল : মোহাম্মাদপুর, পল্লবী, আদাবর, কাফরুল, মিরপুর, শাহ‍্আলী, তেজগাঁও শিল্প অঞ্চল, দারুস সালাম, শেরে বাংলা নগর।

·         উত্তর অঞ্চল : উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, উত্তরা, গুলশান, বাড্ডা, খিলক্ষেত, ক্যান্টনমেন্ট।

·         দক্ষিণ অঞ্চল : রমনা, শাহ‍্‌বাগ, কলাবাগান, ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ, বংশাল, কোতয়ালী, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর।

 

Mega World News Facebook Twitter Myspace Friendfeed Technorati del.icio.us Digg Google Yahoo Buzz StumbleUpon Eli Pets

Comments are closed.

Contact Us

Call Us0088-01755991488, 01675623096

Chambers:
*House : 21/A, Road : 16, Sector : 4 , Uttara, Dhaka-1230, Bangladesh.

*Hasna Hena Cottage, Room : 3/B (2nd Flr.), Agorbati Goli, 37/1 Court House Street, Kotwali, Dhaka, Bangladesh.

E-mail: admin@lawthinkers.com
Web: Law Thinkers

Archives