বাংলাদেশে জেলা জজ পদে পরিবর্তন

সরকার ১৮ জন অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে জেলা জজ পদে পদোন্নতি দিয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে এই পদোন্নতি দেওয়া হয়। এ বিষয়ে আজ আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

 পরিবর্তনসমূহ:
১.ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদকে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক,

২.ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু সুফিয়ানকে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে,

৩.জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পরেশ চন্দ্র শর্মাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-২,

৪.মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়াকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে,

৫.চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল হককে ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৪-এর বিশেষ জজ,

৬.চাঁদপুরের মো. মোতাহির আলীকে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে,

৭.ঝিনাইদহের এস এম আবদুস ছালামকে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে,

৮.নীলফামারীর মো. হাসানুজ্জামানকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে,

৯.গাজীপুরের মো. জাকির হোসেনকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-২,

১০.নোয়াখালীর মো. আতাবুল্লা¬হকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে,

১১.ঢাকা দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মঈদুল ইসলামকে সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে,

১২.দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. সফিকুল ইসলামকে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে,

১৩.রাজশাহীর মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম আজামীকে রাজশাহীর বিভাগীয় বিশেষ জজ,

১৪.হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. শওকত আলী চৌধুরীকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-৫,

১৫.আইন ও বিচার বিভাগের উপসচিব মিজানুর রহমান খানকে ঢাকার পরিবেশ আপিল আদালতে,

১৬.নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদা সুলতানাকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-২,

১৭.নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হেলাল চৌধুরীকে চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান এবং

১৮.ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদ আহমেদকে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে বলা হয়েছে-

১.গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ খোন্দকার কামালউজ্জামানকে নওগাঁর জেলা ও দায়রা জজ,

২.ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-২-এর বিচারক নুর মো. জাহাঙ্গীর সরকারকে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ এবং

৩.নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত উল্লাহকে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। 

 

তথ্যসূত্র: প্রথম আলো দৈনিক পত্রিকা, তারিখ: ১৬-১০-২০১২

Mega World News Facebook Twitter Myspace Friendfeed Technorati del.icio.us Digg Google Yahoo Buzz StumbleUpon Eli Pets

Comments are closed.

Contact Us

Call Us0088-01755991488, 01675623096

Chambers:
*House : 21/A, Road : 16, Sector : 4 , Uttara, Dhaka-1230, Bangladesh.

*Hasna Hena Cottage, Room : 3/B (2nd Flr.), Agorbati Goli, 37/1 Court House Street, Kotwali, Dhaka, Bangladesh.

E-mail: admin@lawthinkers.com
Web: Law Thinkers

Archives