জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংগ্রহ করার পদ্ধতি

আপনি কি ভোটার হতে পারেননি? কিন্তু জাতীয় পরিচয়পত্রটি আপনার জরুরি দরকার। জেনে নিন কিভাবে ভোটার রেজিষ্ট্রেশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন:

***বাংলাদেশে যিনি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন:

১. উক্ত ব্যক্তিকে বাংলাদেশী হতে হবে।

২. ১৮ (আঠারো) বছর বয়স হতে হবে।

৩. বাংলাদেশের কোন কোর্ট অসুস্থ  মষ্তিক বা পাগল বলে ঘোষনা করেনি অর্থাৎ উক্ত ব্যক্তিকে সুস্থ মষ্তিকের হতে হবে।

৪. নির্দিষ্ট কোন ভোটার এলাকায় নিয়মিত বসবাস করেন।

***জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংগ্রহ করার পদ্ধতি:

১. উপরে উল্লেখিত ব্যক্তি ফরম-২(ডাউনলোড করুন) পুরণ করে জেলা ইলেকশন অফিসার বরাবর আবেদন করবেন।

২. আরো যেসব কাগজপত্র সাথে নিতে হবে:

- নাগরিক সনদপত্র (ইউনিয়ন পরিষদ/ সিটি করপোরেশান কমিশনার  কর্তৃক প্রদানকৃত)

- খাজনা রশিদ বা বাড়ি ভাড়ার রশিদ বা বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের কাগজ

- জন্ম নিবন্ধন সনদ বা এস.এস. সি পরীক্ষার সার্টিফিকেট বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যা বয়স প্রমাণ করে।

এছাড়া বাবা/মা/স্বামী/স্ত্রী-এর জাতীয় পরিচয়পত্র এবং টিন (TIN-Tax Identification Number) সার্টিফিকেট সঙ্গে নিতে পারেন।

***মেয়াদ  : জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ১৫ বছর পর্যন্ত। মেয়াদ শেষষ হওয়ার ছয় মাস আগেই নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য জেলা ইলেকশন অফিসার বরাবর আবেদন করতে হবে।

***ফিস্ :   জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য এখন পর্যন্ত কোন ফি নির্ধারিত হয়নি।

***অফিস ঠিকানা  :

ন্যাশনাল আইডি উইং [ National ID Wing (NIDW) ]

ইসলামিক ফাউনডেশন ভবন [Islamic Foundation Bhaban (6th9th Floor)]

আগারগাঁও, ঢাকা, বাংলাদেশ।

আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: 

১. http://www.nidw.gov.bd/

২. http://www.ecs.gov.bd/

 

Mega World News Facebook Twitter Myspace Friendfeed Technorati del.icio.us Digg Google Yahoo Buzz StumbleUpon Eli Pets

5 Responses to জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংগ্রহ করার পদ্ধতি

  1. Need my id

  2. আমি আমার ভোটার আইডি কার্ডটি সংশোধন করতে চাই , আমার সমেসা হলো জন্ম তারিখ  এখন আমার করনিও কি

  3. যাদের পরিবারের কারও আইডি নেই – তারা অন্য তথ্য কাগজজপত্র দিলেও , মা - বাবা- স্বামীর আইডির নম্বর কই পাবে ? ওই নম্বর না  
    দিলে কি পরিচয় পত্র সংগ্রহ করা যাবে না? 

  4. I need an I>D> card.

  5. For all day to day work I need an I.D'CARD

Contact Us

Call Us0088-01755991488, 01675623096

Chambers:
*House : 21/A, Road : 16, Sector : 4 , Uttara, Dhaka-1230, Bangladesh.

*Hasna Hena Cottage, Room : 3/B (2nd Flr.), Agorbati Goli, 37/1 Court House Street, Kotwali, Dhaka, Bangladesh.

E-mail: admin@lawthinkers.com
Web: Law Thinkers

Archives